Barrackpur 2, North Twenty Four Parganas | Sep 3, 2025
সোদপুর উড়ালপুল দীর্ঘদিনের হওয়ায় উড়ালপুলের উপর দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে কারণে যেকোনো ধরনের পণ্যবাহী গাড়ির উড়াল ব্যবহার নিষিদ্ধ হওয়ার কারণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উড়ালপুলের দুই ধারে লাগানো হয়েছে লোহার উচ্চ স্তম্ভ। বুধবার দুপুরে ডাক বিভাগের একটি গাড়ি উড়ালপুলে ওঠার সময় উচ্চস্তম্ভের উপরের অংশে ধাক্কা খায় গাড়ির গতি বেশি থাকায় উচ্চস্তম্ভ ভেঙে পড়ে গাড়িটিরই পাশ দিয়ে যাওয়া দমকল বিভাগের এককর্মীর বাইকের উপর কোনো