কোতুলপুরে তৃণমূল মহিলা সমর্থকদের মহা মিছিল, বিডি অফিসে জমা পড়ল গোষ্ঠী নির্বাচনের নমিনেশন।কোতুলপুর ব্লকের আটটি অঞ্চলের তৃণমূল মহিলা সমর্থক ও গোষ্ঠী পরিচালনায় যুক্ত সদস্যারা গোষ্ঠী নির্বাচনের নমিনেশন জমা দিতে হাজির হলেন বিডিও অফিসে। দীর্ঘদিন ধরে যাঁরা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত, সেই মহিলাদের এই মনোনয়ন পর্ব ঘিরে জমজমাট হয়ে উঠল বিডি অফিস চত্বর।নমিনেশন জমা দিতে যাওয়ার আগে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে এক বিশাল মিছিল রেলি বের হয়।