বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালে চুরি করতে এসে হাতেনাতে ধরা পরল এক কুখ্যাত চোর। সংবাদ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মহকুমা হাসপাতালের ভেতরে ঢুকে হাসপাতালে পেছনের বিভিন্ন হাসপাতালের ব্যবহৃত সরঞ্জাম চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ডরা চোরটিকে পাকড়াও করে এবং সিকিউরিটি গার্ডরা জানান, চার পাঁচ দিন পূর্বেও এই একই ব্যক্তিকে এসির বক্স সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করার দায়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল,