ধলাই জেলার ছাওমনু দীরেন্দ্র কারবারি পাড়ায় তিপ্রা মথা দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ১০টি পরিবারের ২৫ জন ভোটার তিপ্রা মথাতে যোগ দেন। নবাগতদের বরণ করে নেন এমডিসি হংশ কুমার ত্রিপুরা। তিনি নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং তিপ্রা মথার আদর্শ ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন। এই যোগদানের ফলে এলাকায় তিপ্রা মথা দলের শক্তি আরও বৃদ্ধি পেল বলে মনে করছেন স্থানীয় নেতৃত্ব। এই যোগদান সভার মধ্য দিয়ে তিপ্রা মথা দলের পক্ষ থেকে জানানো হ