আজ ১ অক্টোবর বুধবার মহানবমী। মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পূর্ব বাজার সর্বজনীন দূর্গা মন্দিরে, মা দুর্গা ঠাকুরের মহানবমী উপলক্ষে শুরু হয়েছে মহানবমীর পূজা পাঠ। এদিন পুজো দেখতে ভিড় করেছেন স্থানীয়রা। এদিন সকালের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়। জানা গিয়েছে রাজগ্রাম পূর্ব বাজার সর্বজনীন দূর্গা মন্দিরের দুর্গাপূজা এবার তাদের ৭৭ তম বর্ষ।