জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার কাশীপুর এলাকায়।শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় কাশীপুর থানার কালাঝোর গ্রামের অদূরে এক ঘণ জঙ্গল থেকে উদ্ধার করে দেহটি।এইদিন গ্রামবাসীরা জঙ্গলে গিয়ে একটি পচাগলা দেহ দেখতে পায় এবং দেহটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।কাশীপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে কল্লোলী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।কাশীপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,মৃতের নাম হারাধন মাহাত,বয়স ৭৫ বছর।বাড়ি পাড়া থানার গোপীনাথ