Barrackpur 1, North Twenty Four Parganas | Aug 20, 2025
ঘোলা বিলকান্দা ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত শহরপুর এলাকায় চলছে রমরমে হিরোইনের ব্যবসা সেই হেরোইন বিক্রি হওয়ার খবর পুলিশকে দেওয়া সত্ত্বেও কোন কাজ না হওয়ায় এবার স্থানীয় বাসিন্দারা এই অবৈধ ব্যবসা বন্ধ করতে হেরোইন কিনতে আসা গ্রাহকদের কান ধরে উঠবোস করালেন। ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর ব্লক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী জানান