ঘটনাটি নদীয়ার বেথুয়াডহরি হাসপাতাল পাড়ায় কমলেশ বিশ্বাসের বাড়িতে। তার টিনের ঘরের একটি কোনায় প্রায় আড়াই ফুট দৈর্ঘ্যের একটি কালাচ সাপ দেখতে পাওয়া যায়। চকচক করছিল বৈদুতিক আলোতে । তারা বাইরে বেরোতেই দেখেন সাপটিকে। সাপটিকে তারা লক্ষ্য করে রাখেন ।এরপরে খবর দেওয়া হয় বেথুয়াডহরি বনদপ্তরে ।বনদপ্তর থেকে উদ্ধারকারী সনজিৎ ভদ্র তৎক্ষণাৎ সেখানে ছুটে আসেন। এবং সাপটিকে বোতলবন্দী করেন । এরপর তাকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় ।