সাহাপাড়া রামেশ্বর পল্লীর জয় শ্রীরাম পূজা কমিটির উদ্যোগে 4 দিনের বজরংবালি ও জয় শ্রীরামের পুজো । এই উপলক্ষে তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গানএবংাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠিত হল। ভগবান শ্রীরাম ও বজরঙ্গবলীর পুজোর আয়োজন এই বছর তাদের চতুর্থ তম বর্ষ। পূজোর বাজট দেড় লক্ষ টাকা ।আগামীকাল শুক্রবার রয়েছে বিসর্জনের শোভাযাত্রা।