গোপীবল্লভপুরের সারিয়া অঞ্চলের ভালুকাশোল পৃথ্বিনাথ মেমোরিয়াল ক্লাব এর উদ্যোগে শুরু হল দুদিনের মেগা ফুটবল টুর্নামেন্ট। রবিবার খেলার আনুষ্ঠানিক সুচনা করলেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু। এদিন ক্লাব সদস্য এবং গোপীবল্লভপুর ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মহাকুল এর উপস্থিতিতে ভালুকাশোল মাঠে ফুটবলে কিক দিয়ে খেলার উদ্বোধন করেন।ভালুকাশোল পৃথ্বিনাথ মেমোরিয়াল ক্লাব এর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে ।