পি এইচ ই এর ভার প্রাপ্ত মন্ত্রী মাননীয় পুলক রায় এর সঙ্গে পি এইচ ই স্কিম এর পর্যলোচনা সভা অনুষ্ঠিত হলো বাঁকুড়া সার্কিট হাউস এ। Public Health Engineering Department, Government of West Bengal - এর পক্ষ থেকে বাঁকুড়া জেলায় জল প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বাঁকুড়া জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, ছাড়াও বাঁকুড়া, ও বিষ্ণুপুর জেলার বিভিন্ন সমাজসেবী ব্যাক্তিবর্গদের সঙ্গে বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠক করলেন রাজ্যের জনস্বাস্থ্য প্রকৌশল।