জেলা জুড়ে করম পূজো বা করম পরব পালিত হল।বুধবার সকাল থেকেই কাশীপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিমলা গ্রামে সাড়ম্বরে পালিত হল পুরুলিয়ার অন্যতম উৎসব করম পরব।জঙ্গলমহল তথা বৃহত্তর ছোটনাগপুরের আদিম জনগোষ্ঠীর সবচেয়ে বড়ো উৎসব হলো এই-"করম পরব"। এই উৎসব মূলতঃ কৃষি ভিত্তিক। মহিলারা উপবাস করে করম নাচ ও গানের মধ্যদিয়ে সারাদিন এইদিন টি পালন করে থাকে। জানা যায়,পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব। করম গাছের ডাল মাটিতে পুঁতে শুরু হয় উৎসব