গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয় ৩৮ তম বর্ষে পদার্পণ করল। রবিবার গৌরবোজ্জ্বল এই দিনটি পালন করা হল মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। মহাবিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন, এনসিসি ইউনিটের ছাত্রছাত্রীদের প্যারেড এর মাধ্যমে দিনটি স্মরণ করা হয়। পতাকা উত্তোলন করেন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য সত্যরঞ্জন বারিক। এছাড়াও অন্যান্য শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,১৯৮৮ সালে আজকের দিনে পথচলা শুরু করেছিল সুবর্ণরেখা মহাবিদ্যালয়।