Swarupnagar, North Twenty Four Parganas | Sep 26, 2025
গতকাল সন্ধ্যা নাগাদ তারালি সীমান্তএলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফের জওয়ানরা এক যুবককে আটক করে ,জিজ্ঞাসাবাদে তার নিকট কোন বৈধ প্রমাণ না থাকায় তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় | পুলিশ ওই যুবককে গ্রেফতার করে |পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের বাড়ীমধ্যমগ্রাম উদয়রাজপুরে ,তার নাম এস কে বাবু |বিএসএফের প্রাথমিক অনুমান অবৈধভাবে সে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল |অন্যদিকে সরুপনগর এর বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোয়ালদা গ্রাম