টানা বৃষ্টির জেরে ফের বাড়ল ডুলুং নদীর জল। নদীর জল শুক্রবার বিকেলের পর থেকে ফের গোপীবল্লভপুর ২ ব্লকের বাগেশ্বর এলাকার কজওয়ের উপর দিয়ে ডুলুং নদীর জল। কজওয়ের উপর জল যাওয়ায় বন্ধ হল বেলিয়াবেড়ার সঙ্গে কৈমা এলাকার যোগাযোগ। সমস্ত ধরনের গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে