হবিবপুর ব্লকের দেবিপুরে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে শক্তিশালী করার বার্তা দেন। তিনি কলকাতার জলমগ্ন পরিস্থিতি ও মালদার ভূতনির বন্যা নিয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে দাবি করেন, বামফ্রন্ট সরকার থাকলে মানুষকে এমন দুর্ভোগ পোহাতে হতো না।