ডুম্বুর নগর ব্লকের ভগীরথ পাড়া, যাকে একসময় মডেল গ্রাম ঘোষণা করা হয়েছিল, সেখানকার পরিস্থিতি সবচেয়ে করুণ। ইন্দো-বাংলা সীমান্তে অবস্থিত এই গ্রামে প্রায় ৩৫০টি ত্রিপুরী পরিবারের বাস। অতিরিক্ত তহবিল বরাদ্দ হওয়া সত্ত্বেও গ্রামের একমাত্র রাস্তাটি এতটাই খারাপ যে হেঁটে চলাও দুঃসাধ্য। রশি বেঁধে গাড়ি টানতে হচ্ছে। এই দুরবস্থার কারণে স্কুল বন্ধ, স্বাস্থ্য পরিষেবা ব্যাহত, পানীয় জলের সমস্যা তীব্র এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহও থমকে গেছে।