খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে সমন্বয় হয়।রবিবার সন্ধ্যায় লক্ষীপুরে একথা বললেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। অসম সরকারের মন্ত্রী কৌশিক রাইয়ের উপস্থিতিতে রবিবার লক্ষীপুরে লাবক চাবাগানের মাঠে আনুষ্ঠানিকভাবে MLA কাপ ফুটবলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।এতে উপস্থিত ছিলেন কাছাড়ের S.P নুমুল মাহাত্তা এবং DC মৃদুল যাদব।