গোপন খবরের ভিত্তিতে আজ সকাল ৯ টা নাগাদ বিপুল পরিমাণ শুকনো গাজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ। আজ সকালে আমবাসা থানাধীন বেত বাগান নাকা পয়েন্টে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর সময় একটি মারুতি সুইফট গাড়িতে তল্লাশি চালায় পুলিশ আর তাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাজা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, আমবাসা থানার ওসি নন্দন দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিক এবং ফরেনসিক টিম।