Swarupnagar, North Twenty Four Parganas | Oct 5, 2025
আদালত থেকে মামলায় জামিন পাওয়ার পর পুনরায় আদালতে হাজিরা না হয় আদালতের নির্দেশে গতকাল গভীর রাতে পৃথক পৃথকভাবে দুই অভিযুক্ত কে পুলিশ গ্রেফতার করে | তাদের একজনের নাম সাহেব আলী মোল্লা বাড়ি সৈয়দকাঠি এলাকায় অন্যজন মহিতোষ দফাদার তার বাড়ি সগুনা জিপির ঘোলা এলাকায় |পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেড়াচ্ছিল | গোপন সংবাদের সূত্র ধরে গতকাল তাদেরকে পুলিশ গ্রেফতার করে আজ দুপুর একটা নাগাদ ওই দুই অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পাঠায়