পারপতিরাম হাটখোলায় মা মনসার গানে ভক্তিময় পরিবেশ, কুড়ি বছরে পা দিল মহিলা কমিটির আয়োজন পারপতিরাম হাটখোলা বারোয়ারি মহিলা কমিটির উদ্যোগে আয়োজিত মা মনসার গান ও পূজো এবার কুড়ি বছরে পদার্পণ করল। ৩১ জুলাই থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানটি চলবে ৪ আগস্ট, সোমবার পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে প্রতিদিন শত শত ভক্ত উপস্থিত হয়ে মধ্যরাত পর্যন্ত মাতছেন ভক্তিময় পরিবেশে।