Kultali, South Twenty Four Parganas | Aug 28, 2025
পিছিয়ে পড়া সুন্দরবন লাগোয়া কুলতলী ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের আজ দুপুরে অনুষ্ঠিত হলো ২৪৬ ২৪৭ ২৪৮ নম্বর বুথে মেগা ক্যাম্প। যেখানে উপস্থিত ছিলেন কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার, কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক এর একাধিক আধিকারিক এলাকার জনসাধারণ ও জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।