দুর্গাপুজার প্রস্ততি নিয়ে প্রসাসনিক বৈঠক শিলচরে জেলাকমিশনার কার্য্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত হয়।এতে পৌরহিত্য করেন কাছাড়ের জেলাকমিশনার মৃদুল যাদব।শনিবার বিকাল ৫ টায় জানা গেছে,কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের উপস্থিতিতে জেলাকমিশনার নির্দেশ দেন পূজার সময় কোনো সরকারি আধিকারিককে ছুটি দেওয়া হবে না এবং স্টেশন ছাড়ার অনুমতিও দেওয়া হবে না। এটি নিশ্চিত করা হবে যাতে সমস্ত জরুরি পরিষেবা সচল থাকে।