ধলাইয়ে চুরি হওয়া স্কুটি উদ্ধার, অভিযুক্ত পলাতক ধলাই জেলার ছাওমনু থানা পুলিশ আবারও একটি চুরি যাওয়া স্কুটি উদ্ধার করেছে। গতকাল রাত ১টা নাগাদ মনু থানার অন্তর্গত সুনীল দেববর্মার বাড়ি থেকে TR 04 D 7191 নম্বরের একটি স্কুটি চুরি হয়ে যায়। এরপর স্কুটির মালিক সুনীল দেববর্মা মনু থানায় একটি অভিযোগ দায়ের করেন। আজ ভোর ৪টা নাগাদ ছাওমনু বনকুমারী নাকা পয়েন্টে ছাওমনু থানার এসআই মৃদুল মজুমদার পুলিশ বাহিনী নিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। সে সময় তিনি স্কুটিটিকে দেখতে পান।