বালি পাচার মামলায় নদীয়ার কল্যাণীতে ইডির হানা। আর এই অভিযানে অসুস্থ হয়ে পড়লেন এক ইডি আধিকারিক। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে কল্যাণীর A ব্লকের A8/462 নাম্বার বাড়িতে হানা দেয় ইডির একটি দল। এই বাড়ির ধিমান চক্রবর্তী, জিডি মাইনিং কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন । এই কোম্পানির প্রায় 200 কোটি টাকা লেনদেন হয়েছে। সেই ঢাকা সরকারি নিয়ম অনুযায়ী লেনদেন করা হয়েছে নাকি অবৈধভাবে কারবার করা হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখতেই এই ইডি অভিযান বলে জানা যায়।