কমলপুর দূর্গাচৌমুহনি কৃষি মহকুমার অধীন নোয়াগাও পঞ্চায়েতে কৃষক নলেজ সেন্টার 'র উদ্বোধন হয়। বিকালে এর উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। স্বাগত ভাষণ দেন দপ্তরের অধিকর্তা ডক্টর ফনিভূষণ জমাতিয়া। ভাষণ দেন প্রাক্তনমন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস (পাল ), ধলাই জেলা পরিষদ সহ সভাধিপতি অনাদি সরকার, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার। সহ অন্যান্য অতিথিগণ।