আজ মহা দশমী। অপেক্ষায় আরও একটা বছর। দশমী উপলক্ষে বড়জোড়া রায় কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রা সহকারে আজ ঘট বিসর্জন হল। প্রাচীন রীতিনীতি মেনে ও বৈদিক মতে এই ঘট বিসর্জন করা হল। পালকি করে নবপত্রিকা সহ ঘট বিসর্জন করা হলো স্থানীয় একটি পুকুর।