ঘটনাটি ঘটেছে নাকাশীপাড়া বেথুয়াডহরী কাঁঠাল বেরিয়া ঈদগাঁও মাঠের কাছে কুতুবুদ্দিন শেখের বাড়িতে ঘটনাটি ঘটেছে ।, আজকে তার বাড়িতে হঠাৎ আচমকা আগুন দেখতে পান এলাকাবাসীরা। ছুটে যান তারা উদ্ধার করার জন্য। এরপরে খবর দেওয়া হয় বেথুয়াডহরি দমকল বিভাগে। খবর দেওয়া হয় নাকাশীপাড়া থানায়। তারা সকলে গিয়ে উদ্ধার কার্য করেন। কিসের থেকে আগুন লেগেছে তারা তদন্ত করছেন । সম্ভবত গ্যাস সিলিন্ডার থেকেই হয়ত আগুন লাগে।