ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এবং সর্বজয়া মহিলা ক্লাস্টারের উদ্যোগে আমবাসা মহকুমার কুলাইতে বিভিন্ন স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে চলছে ৪৫ দিনের মুক্তা চাষের বিশেষ প্রশিক্ষণ পর্ব। মোট ৬০ জন মহিলা এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের একটি বেসরকারি সংস্থার তরফ থেকে তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ ধরনের প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হচ্ছে মহিলাদের স্বাবলম্বী করে তোলা।