আজ ৭ই সেপ্টেম্বর(বাংলা ২১শে ভাদ্র), রবিবার তেভাগা আন্দোলনের শহীদ কমরেড হানু লায়েক ও কমরেড গোবর্দ্ধন মহাদন্ডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে DYFI দক্ষিণ লোকাল কমিটির অন্তর্গত জগন্নাথপুর ইউনিটের উদ্যোগে মাগুরায় আয়োজিত হলো এক মহতী রক্তদান শিবির। ৪জন যুবতীসহ সর্বমোট ৫১জন রক্তদাতা আজ এই শিবিরে রক্তদান করলেন।