বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালি ও বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে আগামী ১৪ ই সেপ্টেম্বর প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে গোপীবল্লভপুর ২ নম্বর তৃণমূল। দলের সেই মিছিল সফল করতে প্রস্তুতি সভা করল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূল। রবিবার তপসিয়া কন্যাশ্রী মঞ্চে হয় এই প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল, ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র যুব নেতা অনুপম মল্লিক প্রমুখ।