Kultali, South Twenty Four Parganas | Sep 30, 2025
সুন্দরবন লাগোয়া কুলতলীর মৈপিঠ কোষ্টাল থানার মধ্য পূর্ব গুড়গুড়িয়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির তাদের এ বছরের ৩৮ তম বর্ষের পূজা। আজ সকালে অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে পাঁচ হাজারের অধিক মানুষজন জড়ো হয়েছে। আপনারা সেই চিত্র দেখছেন আমাদের প্রতিনিধির ক্যামেরা থেকে।