নেশামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আজ দুপুরে কমলপুর মহকুমা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমাজের যুব সম্প্রদায়কে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সর্বস্তরে সচেতনতা বাড়াতে এই সভার আয়োজন করা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন কমলপুর মহকুমা শাসক জিএস নায়েক, কমলপুর মহকুমার এসডিপিও সমুদ্র দেববর্মা এবং সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপ্না দাস পাল। এছাড়াও, মহকুমার বিভিন্ন স্তরের সরকারি আধিকারিকরা এই সভায় অংশ নেন।