করমছড়া বিধানসভার ত্রিপুরা বস্তিতে নতুন বেইলি ব্রিজ, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করমছড়া বিধানসভার ময়নামা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ত্রিপুরা বস্তিতে এখন উৎসবের মেজাজ। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এখানে শুরু হয়েছে একটি নতুন বেইলি ব্রিজের নির্মাণকাজ, যা আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই সেতুটি শুধু দুটি গ্রামকে সংযুক্ত করবে না, বরং এই অঞ্চলের বহু পরিবার এবং কৃষকের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।