শনিবার দিন পড়ে গিয়ে হিপ জয়েন্ট ভেঙে যায় ড: শ্যামাপ্রসাদ স্মারক সমিতির সভাপতির। রবিবার দিন তার অস্ত্র প্রচার করা হয় সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। তার শারীরিক খোঁজখবর নিতে সেই নার্সিংহোমে এসে উপস্থিত হন রবিবার দিন রাত্রে বেলা বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা।