আদিবাসীদের করমপূজো উপলক্ষ্যে হাঁসখালীর ভায়নায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট, বুধবার ছিলো আদিবাসীদের করমপূজো বা ডাল পূজো, সমস্ত আদিবাসীদের মধ্যে দেখা গেল এদিন সন্ধ্যায় গানের তালে তালে নাচ গান করতে, সেই মতো হাঁসখালীর হাতিবান্ধা গ্রামেও সেই পরিবেশ ফুটে উঠলো, শুধুমাত্র নাচ গানই নয় কোথাও বা দেখা গেলো খেলার পরিবেশ তৈরী হয়েছে, হাঁসখালীর ভায়নাতে আমরা সবাই ক্লাবের উদ্যোগে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, তবে প্রত্যেক বছরের থেকে এবছর কিছুটা পরিবর্