এক নাবালিকাকে কিডন্যাপের অভিযোগে মধ্যমগ্রাম থেকে গ্রেফতার করলো বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ১২ তারিখে বাগদা থানায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়। অভিযোগে ঘটনা তদন্ত নেমে বাগদা থানার পুলিশ গতকাল রাতে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে আজ দুপুর একটা নাগাদ বনগাঁ মহাকুমা আদালতে পাঠানো হয়েছে। তদন্তের সাপেক্ষে পুলিশ নাম পরিচয় গোপন রেখেছে।