ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া বেথুয়াডহরি ফরেস্টের কাছে ফরেস্টের কাছে। ১২ নম্বর জাতীয় সড়কে উপর দিয়ে পার হচ্ছিল একটি প্রায় ১১ ফুট দৈর্ঘ্য ময়াল সাপ। সেটি দেখতে পান এলাকাবাসীরা। খবর দেয়া হয় বেথুয়াডহরী বনদপ্তরে। বনদফতরের কর্মীরা দেবাশীষ বৈদ্য ও সনজিৎ ভদ্র ঘটনাস্থলে সাথে সাথে ছুটে যান। বিশাল আকৃতির ময়াল কে তারা কব্জাগত করেন। রাতেইতারা বেথুয়া ডহরি বনদপ্তর এর হাতে তুলে দেন সাপটিকে।