Bhangar 2, South Twenty Four Parganas | Sep 2, 2025
বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা কে অপমান এবং বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে প্রথম দিনের INTTUC ধরনা মঞ্চে মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ যোগদান করার উদ্দেশ্যে রওনা দেয় ভাঙ্গড়ের শ্রমিকরা।প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে তারা ওই সভায় যোগদানের উদ্দেশ্যে রওনা দেয়। জেলা আই,এন,টি,টি,ইউ,সি সভাপতি শক্তিপদ মন্ডলের নির্দেশ মতো ভাঙ্গড় বানতলা লেদার কমপ্লেক্স আই,এন,টি,টি,ইউ,সি সভাপতি রাকেশ রায়চৌধুরীর নেতৃত্বে শ্রমিকদের নিয়ে এই মিছিলটি করা হয়।