রাজ্য সরকারের অনুদান পেল গোপীবল্লভপুর ২ ব্লকের সমস্ত পুজো কমিটিগুলো। সোমবার ব্লকের সমস্ত পুজো কমিটির হাতে চেকের মাধ্যমে টাকা তুলে দেওয়া হয় বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে।এদিন বেলিয়াবেড়া থানার অন্তর্গত মোট ১৫ টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়।পাশাপাশি এদিন গোয়ালমারাতে বেলিয়াবেড়া থানার উদ্যোগে ১০০ জন মহিলার হাতে নতুন শাড়ি,মশারী ও শিশুদের নতুন পোশাক তুলে দেওয়া হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী