গোপীবল্লভপুর ২ ব্লকের কালিয়াম্বী গ্রামে রহস্যজনকভাবে উদ্ধার হল এক গৃহবধুর ঝুলন্ত দেহ।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে,নিহত মহিলার নাম দ্বীপান্বিতা রানা,বয়স ২৭ বছর। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ বাড়ির ভেতরে মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তখন সঙ্গে সঙ্গে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।