কাশীপুর ব্লক প্রশাসনের উদ্যোগে মোট ৬০ টি দুর্গাপূজা কমিটির সম্পাদক ও সভাপতিদের নিয়ে বিশেষ মিটিং অনুষ্ঠিত হল কাশীপুর ব্লক কনফারেন্সে হলে।বৃহস্পতিবার বিকাল সাড়ে চার টার সময় ব্লকের সমস্ত দুর্গাপূজা কমিটিকে নিয়ে এই দিন মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাশীপুর ব্লকের বিডিও সুপ্রীম দাস, আদ্রা আই সি সুবীর পাল, কাশীপুর ওসি শুভঙ্কর সরকার, কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগ সহ কাশীপুর ব্লকের প্রত্যেক মেলা কমিটির সেক্রেটারি ও সম্পাদক।