আজ ভাদ্র মাসের চতুর্থ তথা শনিবার। কথিত আছে এই মাস বাবা গ্রহরাজের জন্ম মাস। সে জন্য বেথুয়াডহরিতে বিভিন্ন মন্দিরগুলিতে পূজা দেবার জন্য ভিড় । বড় বড় মণ্ডপগুলোতে পূজা প্যান্ডেলে ভক্তদের সারাদিন উপবাস থেকে পূজো দেবার ভিড়। বেথুয়াডহরি বটতলা পাড়া অধিবাসীবৃন্দের শনি মন্দিরের আজ পুরাতন বছরের প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতিমা স্থাপন হল। এর জন্য পূজা, পাঠ, হোম ,যজ্ঞ এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ চলে।