Swarupnagar, North Twenty Four Parganas | Aug 22, 2025
ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুরু চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি |আজ বাইশে আগস্ট সকাল দশটা নাগাদ সগুনা জিপির কাচদাহ ও ভেকুটিয়া গ্রামে পৃথক পৃথকভাবে ২টি ক্যাম্পের মধ্যে দিয়ে শুরু হয়েছে আমাদের পাড়ার আমাদের সমাধান কর্মসূচি |শুক্রবার দুপুর ১টা নাগাদ কর্মসূচিতে উপস্থিত স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনসূয়া মন্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ ব্রজ গোপাল বিশ্বাস ,মল্লিকা গোস্বামী, স্থানীয় প্রধান আহুতি মন্ডল, কনেক চন্দ্র মন্ডল সহ স্থানীয় গ্রামবাসীরা