Gaighata, North Twenty Four Parganas | May 28, 2025
আজ দুপুর তিনটে নাগাদ গাইঘাটার ইছাপুর মাঠ কুমড়া তে এ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এর উদ্বোধন করলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি। এদিন উপস্থিত ছিলেন গাইঘাটা বিডিও, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি, গাইঘাটা জয়েন্ট বিডিও, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সহ অন্যান্যরা।