বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘট উত্তোলন করে শুরু হল গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির গণেশ পুজো। বুধবার দুপুরে সুবর্ণরেখা নদীর চেকপোস্ট সংলগ্ন ঘাট থেকে ঘট উত্তোলন করা হয় পরে উদ্যোক্তাদের উপস্থিতিতে নানা ধরনের লোকশিল্পীদের শিল্পকলা প্রদর্শনীর মধ্যে দিয়ে পুরো গোপীবল্লভপুর বাজার শোভাযাত্রা করে মন্ডপে ঘট প্রতিস্থাপন করা হয়। গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির গণেশ পুজো এবছর প্রথম বছরের আয়োজন।পুজো উপলক্ষে আগামী তিনদিন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।