আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে ধলাই জেলা বিজেপির উদ্যোগে আমবাসা স্থিত দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের রণকৌশল ও নির্বাচন প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই জেলা বিজেপির জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা, বিধায়িকা স্বপ্না দাস পাল, এডিসি সদস্য (MDC) বিমল কান্তি চাকমা এবং সঞ্জয় দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও কর্মীরা।