অরুনোদয় প্রকল্পের সুবিধাপ্রাপকের তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ করেন বঞ্চিত মহিলারা।এ অভিযোগ করে বুধবার বিকাল ৪ টা নাগাদ সোনাই ডেভোলাপমেণ্ট ব্লকের বিডিও-র কাছে এক ডেপুটেশন প্রদান করেন বাউরিকান্দি জিপির ৮ নং গ্রুপের ১২৮ নং বুথকেন্দ্রের বঞ্চিত মহিলারা।তাঁরা অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন।