গত জুলাই মাসের ২১ তারিখ থেকে নিখোঁজ রয়েছেন গন্ডাছড়া ৩০ কার্ড এলাকার বাসিন্দ কার্তিক মন্ডলের স্ত্রী পিংকি রুদ্র পাল। তাঁর স্বামী কার্তিক মণ্ডল আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্ত্রীকে খুঁজে পেতে আকুল আবেদন জানিয়েছেন। তিনি জানান, স্ত্রী তার ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেননি।