Jaynagar 2, South Twenty Four Parganas | Aug 12, 2025
আজ ময়দা অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয় পদ্মপুকুর ও উজোর স্কুলে। উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ,,জয়নগর ২'নম্বর ব্লকের বিডিও সাহেব মনোজিৎ বসু ময়দা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানু মন্ডল ,উপপ্রধান আব্দুর রহিম সরর্দার কর্মাধ্যক্ষ আইয়ুব আলী মন্ডল, সমাজসেবী জান্নাত হোসেন মোল্লা মনিরুল সাঁপুই।